মুম্বই ফের জলভাসি, দু’দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী

মুম্বই ফের জলভাসিমুম্বই ফের জলভাসি

জাস্ট দুনিয়া ডেস্ক: মুম্বই ফের জলভাসি হয়ে পড়ল। দু’দিনের টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত বাণিজ্যনগরী। গোটা শহর জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। পালঘর, ঘাটকোপার, সাকিনারা জংশন, চেম্বুর, সান্তাক্রুজ, ঠাণে, দাহানুজ, দাদর-সহ শহরের বহু এলাকা জলমগ্ন।

রেললাইনে জল জমায় বহু শাখায় বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা। বৃষ্টির কারণে রানওয়েতে জল জমে যাওয়ায় উড়ান পরিষেবাও ব্যাহত। শহরের যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। প্রশাসনের তরফে শহরের সমস্ত স্কুল ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

মঙ্গলবার রাত ১০টা নাগাদ বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে। দেড় ঘণ্টার বেশি সময় একটানা বৃষ্টি হয়। সেই বৃষ্টির জেরে জল জমতে শুরু করে নিচু এলাকাগুলিতে। রাতের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির দমক।

আবহাওয়া দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। আবহবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টি হবে শহরে। বিপদসীমার উপর দিয়ে বইছে মিঠি নদী।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)