জাস্ট দুনিয়া ডেস্ক: ১০০ কোটি কোভিড টিকা দিয়ে রেকর্ড করল ভারত। আর এই সাফল্যকে উদ্যাপন করতে সেজে উঠল দেশের ঐতিহাসিক মনুমেন্ট। বৃহস্পতিবার দেশে ১০০ কোটি টিকা দেওয়া সম্পন্ন হল। যেটা এই পরিস্থিতিতে একটা মাইলস্টোন তো বটেই। আর সেই সাফল্যকে মনে রাখতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তি্রহা আলোতে সাজিয়ে তুলল লালকেল্লা ও কুতুব মিনার। এ ছাড়া হুমায়ুন টম্ব, হায়দরাবাদের চারমিনার এবং ত্রিপুরার ভুবনেশ্বরী মন্দিরও সেজে উঠল একই রঙে। এই তালিকায় আরও রয়েছে। যেমন তুঘলকাবাদ ফোর্ট, পুরানা কিলা, ফতেপুর সিক্রি, রামাপ্পা মন্দির, হাম্পি, ধোলাভিরা, লেহ প্যালেস, কারেন্সি বিল্ডিং, মেটকাফ হল, খাজুরাহো, গোলকোন্ডা ফোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেন। শুনুন কী বলছেন তিনি—
21st October 2021 will forever be remembered in the history books! #VaccineCentury pic.twitter.com/FLORS89ums
— Narendra Modi (@narendramodi) October 21, 2021
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)