Indian Rail-এর রিজার্ভেশন চার্টের নতুন নিয়মে দারুণ সুবিধে যাত্রীদের জন্য

Indian Rail

ভারতীয় রেল (Indian Rail) প্রথম রিজার্ভেশন চার্ট তৈরির সময়সূচীতে বড় পরিবর্তন আনতে চলেছে, যার ফলে যাত্রীরা এখন ১০ ঘণ্টা আগে পর্যন্ত তাদের টিকিটের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এই পদক্ষেপের লক্ষ্য হলো অনিশ্চয়তা কমানো এবং যাত্রীদের আরও মসৃণভাবে তাদের ভ্রমণের পরিকল্পনা করতে সহায়তা করা।

এই প্রথমবার রেলওয়ে বোর্ড চার্ট তৈরির সময়সূচীতে পরিবর্তন করেছে। আগে ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করা হতো, যার ফলে যাত্রীরা, বিশেষ করে ওয়েটিংলিস্ট তালিকার যাত্রীরা, শেষ মুহূর্ত পর্যন্ত উদ্বেগে থাকতেন।


দুপুর ২:০১ থেকে রাত ১১:৫৯ এবং মধ্যরাত ১২:০০ থেকে ভোর ৫:০০ পর্যন্ত যে ট্রেনগুলো ছাড়বে, সেই ট্রেনগুলোর প্রথম রিজার্ভেশন চার্ট, ছাড়ার ১০ ঘণ্টা আগে তৈরি করা হবে। এই পরিবর্তনের ফলে যাত্রীরা অনেক আগেই তাদের রিজার্ভেশনের অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাবেন।

রেল কর্মকর্তারা বলেছেন, শেষ মুহূর্তের চাপ কমানোর জন্য এই সংশোধন জরুরি ছিল, বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা যাত্রীদের জন্য যারা দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করেন।

দ্রুত চার্ট তৈরির ফলে যাত্রীরা বাসস্থান, সংযোগকারী ভ্রমণের ব্যবস্থা এবং প্রয়োজনে বিকল্প পরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, যাত্রীদের সুবিধার জন্য চার্টটি আগে থেকেই তৈরি করা হবে, যা মসৃণ ভ্রমণ পরিকল্পনার সুযোগ দেবে।

সকল জোনে বাস্তবায়নের ক্ষেত্রে রেলওয়ে বোর্ড সমস্ত আঞ্চলিক বিভাগকে সংশোধিত চার্ট তৈরির সময়সূচী অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করেছে। আশা করা হচ্ছে যে এই পদক্ষেপটি যাত্রীদের জন্য আরও স্বচ্ছতা আনবে, যাত্রীদের উদ্বেগ কমাবে এবং সারা দেশের লক্ষ লক্ষ রেল ব্যবহারকারীর জন্য সামগ্রিক ভ্রমণ পরিকল্পনার উন্নতি ঘটাবে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle