গান্ধীর প্রয়াণ দিবসে দিল্লিতে জামিয়ার সিএএ বিরোধী মিছিলে গুলি!

গান্ধীর প্রয়াণ দিবসে দিল্লিতে জামিয়ার সিএএ বিরোধী মিছিলে গুলিগান্ধীর প্রয়াণ দিবসে দিল্লিতে জামিয়ার সিএএ বিরোধী মিছিলে গুলি

জাস্ট দুনিয়া ডেস্ক: গান্ধীর প্রয়াণ দিবসে দিল্লিতে জামিয়ার সিএএ বিরোধী মিছিলে গুলি চালাল এক কিশোর। সেই গু‌লিতে বাঁ হাতে চোট পেয়েছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া শাদাব ফারুখ। তাঁকে দিল্লির এমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার দুপুরে দিল্লি পুলিশের বিশাল বাহিনীর সামনে এই ঘটনা ঘটায় সমালোচনার ঝড় বইছে গোটা দেশ জুড়ে।

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে জামিয়া মিলিয়া ইসলামিয়ার ৭ নম্বর গেট থেকে সিএএ- এনআরসির প্রতিবাদে ওই মিছিল যাওয়ার কথা ছিল রাজঘাটে। সেই মিছিলের পথ আটকাতে ব্যারিকেড করে দাঁড়িয়েছিল পুলিশ। দুপুর ১টা ৪০ নাগাদ মিছিলের উদ্দেশ্যে গুলি চালায় ওই কিশোর। তার পিছনে তখন দিল্লি পুলিশের বিশাল বাহিনী। হাতে পিস্তল উঁচিয়ে মিনিটখানেক ধরে মিছিলের আন্দোলনকারীদের রীতি মতো শাসায় সে। তার পর গুলি চালায়।


আরও খবর পড়তে ক্লিক করুন

ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে শোনা যাচ্ছে, ওই কিশোর কখনও বলছে ‘জয় শ্রীরাম’, কখনও বা বলছে, ‘আজাদি চাহিয়ে? ইয়ে লো আজাদি’। তার পরেই গু‌‌লি। আর ওই কিশোরের পিছনে তখন পুলিশকে নীরব দর্শক হয়েই থাকতে দেখা গিয়েছে। এর পর পুলিশ তাকে পাকড়াও করে।

দিনের আলোয় খাস রাজধানীর রাস্তায় পিস্তল উঁচিয়ে এমন ভাবে হুমকি ও গুলি চালাচ্ছে এক কিশোর, আর পিছনে দাঁড়িয়ে পুলিশ হাঁ করে তা দেখছে! সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে সমালোচনার ঝড় উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট, ‘‘এই ঘটনা সমর্থনযোগ্য নয়। এ নিয়ে দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথাও বলেছি।’’

যে কিশোর গুলি চালিয়েছে, তার ফেসবুক প্রোফাইলে কট্টর হিন্দুত্ব, আরএসএস, বজরং দলের প্রতি ভক্তির কথা লেখা ছিল বলে জানা গিয়েছে। পিস্তল বের করার মিনিট কয়েক আগে জামিয়ার জমায়েত থেকে ফেসবুকে ‘লাইভ’ও ছিল সে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে জামিয়া মিলিয়া ইসলামিয়ার ৭ নম্বর গেট থেকে সিএএ- এনআরসির প্রতিবাদে ওই মিছিল যাওয়ার কথা ছিল রাজঘাটে। সেই মিছিলের পথ আটকাতে ব্যারিকেড করে দাঁড়িয়েছিল পুলিশ। দুপুর ১টা ৪০ নাগাদ মিছিলের উদ্দেশ্যে গুলি চালায় ওই কিশোর। তার পিছনে তখন দিল্লি পুলিশের বিশাল বাহিনী। হাতে পিস্তল উঁচিয়ে মিনিটখানেক ধরে মিছিলের আন্দোলনকারীদের রীতি মতো শাসায় সে। তার পর গুলি চালায়।