জাস্ট দুনিয়া ডেস্ক: বলিউড মাদক কাণ্ডে জয়া বচ্চন এ বার মুখ খুললেন। মঙ্গলবার রাজ্যসভায় নাম না করে পাল্টা আক্রমণ করলেন বিজেপি সাংসাদ অভিনেতা রবি কিশানকে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এখন কেন্দ্রে বলিউডের মাদকচক্র। গ্রেফতারও করা হয়েছে সবাইকে সেই মর্মেই। সে তিনি অভিনেত্রী রিয়া চক্রবর্তীই হোক বা তাঁর ভাই বা সুশান্তের ম্যানেজার, পরিচারকসহ বাকিরা।
রবি কিশান লোকসভায় বলিউডে মাদক প্রসঙ্গ টেনে শাস্তির আবেদন জানিয়েছিলেন। এবং এর পিছনে পাকিস্তান ও চিনের হাতের কথাও বলেছিলেন তিনি। আর তাতেই রীতিমতো রেগে যান জয়া বচ্চন।
তিনি পাল্টা বলেন, ‘‘শুধুমাত্র কয়েকজন মানুষের জন্য কেউ পুরো ইন্ডাস্ট্রিকে এভাবে কলঙ্কিত করতে পারে না। আমি সত্যিই লজ্জিত গতকাল আমাদের এক লোকসভার সদস্য যিনি এই ইন্ডাস্ট্রির মানুষ তিনি ফিল্ড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বলেছেন।’’
জয়া বচ্চন এর পর হিন্দিতে বলেন, ‘‘যে থালায় খাচ্ছে সেই থালাতেই ফুটো করছে।’’ ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত নাম রবি কিশান। তিনি লোকসভায় বলেছিলেন, ‘‘মাদকের নেশা সিনেমা ইন্ডাস্ট্রিতে রয়েছে। প্রচুর মানুষ এর জন্য গ্রেফতার হয়েছে। এনসিবি দারুণ কাজ করছে। আমি কেন্দ্র সরকারকে অনুরোদ করব কঠিন পদক্ষেপ নিতে দোষীদের বিরুদ্ধে। তাঁদের উপযুক্ত শাস্তি দিয়ে এর শেষ করতে যাতে প্রতিবেশি দেশের ষড়যন্ত্র বন্ধ হয়।’’
জয়া বচ্চন এদিন আরও বলেন, ‘‘আমাদের দেশের বিনোদন শিল্প প্রতিদিন পাঁচ লক্ষ মানুষকে প্রত্যক্ষ কর্মসংস্থান এবং পঞ্চাশ লক্ষ লোককে পরোক্ষ কর্মসংস্থান প্রদান করে। এমন সময়ে যখন আর্থিক পরিস্থিতি হতাশাগ্রস্থ অবস্থায় রয়েছে এবং কর্মসংস্থান সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমাদের সামাজিক মিডিয়া এবং সরকারের অসমর্থনে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা নিজের নাম লিখিয়েছেন তারাই এটাকে পাঁকে নামাচ্ছে। আমি সম্পূর্ণ বিরোধী মত পোষণ করছি।’’
জয়া বচ্চনকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কঙ্গনা রানাউত। তিনি টুইটে লেখেন, ‘‘জয়াজি আপনি কি তখনও একই কথা বলবেন যদি আপনার মেয়ে শোয়েতার উপর আক্রমণ হয়। টিনএজে ড্রাগ ও শ্লীলতাহানির শিকার হয়ে থাকত। আপনি কি তখনই একই কথা বলবেন যদি অভিষেক অভিযোগ করে টানা হুমকি ও হয়রানির। এবং একদিন তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমাদের প্রতিও মানবিকতা দেখান।’’
জয়া বচ্চনের সমর্থনে অবশ্য গলা মিলিয়েছেন বলিউডের অনেক বড় নাম। সেই তালিকাটাই দীর্ঘ।
(করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন)
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)