জ্যোতি সিং রনধাওয়া গ্রেফতার, অভিযোগ চোরা শিকারের

জ্যোতি সিং রনধাওয়াগ্রেফতারের পর পুলিশের সঙ্গে জ্যোতি সিং রনধাওয়া।

জাস্ট দুনিয়া ডেস্ক: জ্যোতি সিং রনধাওয়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গল্ফ খেলোয়াড়। চোরাশিকারের অভিযোগে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের প্রাক্তন স্বামী জ্যোতি সিং রনধাওয়া। উত্তরপ্রদেশের দুধওয়া ব্যাঘ্র প্রকল্প থেকে এ দিন জ্যোতি সিং রনধাওয়াকে গ্রেফতার করার পরে আদালতে হাজির করানো হয়। ম্যাজিস্ট্রেট তাঁকে ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

বন দফতর সূত্রে খবর, জ্যোতি সিং রনধাওয়ার কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। ওই রাইফেল দিয়েই তিনি চোরাশিকার করেছিলেন বলে অভিযোগ।

সোহরাবউদ্দিন মামলায় বেকসুর খালাস পেয়ে গেলেন ২২ অভিযুক্ত

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত জ্যোতি সিং রনধাওয়া গল্ফ খেলোয়াড় হিসাবে বিশ্বের প্রথম ১০০-র মধ্যে ছিলেন। এখন তাঁর বয়স ৪৬। বন দফতরের দাবি অনুযায়ী তাঁর কাছ থেকে হরিয়ানার নম্বর প্লেট লাগানো একটি এসইউভি, ৮০টি কার্তুজ, কিছু টাকা এবং বন্যপ্রাণ সংক্রান্ত কিছু লেখা-সহ অন্য কিছু সামগ্রী আটক করা হয়েছে।

দুধওয়া ব্যাঘ্র প্রকল্পের কাছে রনধাওয়ার একটি খামারবাড়ি রয়েছে বলে পুলিশের দাবি। কয়েক দিন ধরে তিনি সেখানেই ছিলেন বলে জানা গিয়েছে।