জাস্ট দুনিয়া ডেস্ক: সোমবার সকাল থেকেই সাজ সাজ রব বারাণসীতে। কারণ প্রধানমন্ত্রী সেখানে পৌঁছবেন Kashi Vishwanath Corridor উদ্বোধনে। এদিন সেই পরিকল্পনা অনুযায়ীই সব শুরু হয়। নির্ধারিত সময়েই সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি গঙ্গায় স্নান সেরে পুজোও দেন। আরতি করেন মোদী। ৩৩৯ কোটি টাকার মন্দির-সহ কাশী বিশ্বনাথ করিডরের এলাকা ৫ লক্ষ বর্গফুট। যা চলে যাবে মন্দির থেকে গঙ্গার পাড় পর্যন্ত। যাতে মন্দিরে পৌঁছনো সহজ হয় ভক্তদের। ২০১৯-এ এর শিলান্যাসের পর এবার উদ্বোধন হল তার। এদিন নদীতে ভাসতে ভাসতেও পুরো এলাকা দেখেন মোদী। বারাণসীই মোদীর লোকসভা কেন্দ্র সে কারণে তা নিয়ে বেশ সতর্ক তিনি। দেখে নিন সব মুহূর্তের ভিডিও—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)