নতুন বছর মানেই অনেক পরিকল্পনা। অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। আর সব কিছুতেই ঘুরে ফিরে চলে আসে ছুটি (Holidays of 2026 )। ছুটির তালিকা হাতে পেয়ে গেলে গুছিয়ে নেওয়া যায় সব পরিকল্পনা। ২০২৬ সাল যদি কোনও একটি বিষয়ে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়ে থাকে, তবে তা হলো খুব বেশি ছুটি নষ্ট না করেই আরও বেশি ছুটি কাটানোর সুযোগ। ছুটির তালিকাটি বেশ আকর্ষণীয় তো বটেই, যেখানে প্রচুর ছুটি রয়েছে যা শুক্রবার পড়ছে। যার ফলে সপ্তাহান্তকে মুহূর্তেই ছোট ছুটিতে পরিণত করবে, এবং এর সঙ্গে বেশ কিছু সোমবারের ছুটিও রয়েছে যা কাজে ফেরাটা কিছুটা সহজ করে তুলবে বা ছুটি দীর্ঘায়িত করতেও সাহায্য করতে পারে।
২০২৬ সালের বেশ কয়েকটি বড় ছুটি শুক্রবার পড়েছে, যা দেশের বেশিরভাগ অংশে অনায়াসে টানা তিন দিনের ছুটির ব্যবস্থা করে দিচ্ছে:
মে দিবস – শুক্রবার, ১ মে— এর সঙ্গে জুড়ে যাচ্ছে শনি ও রবিবার। টানা তিনদিনের ছুটিতে ছোট্ট করে কাটিয়ে আসা যেতে পারে ছুটি। যা শহুরে গরম আবহাওয়া থেকে আপনাকে পৌঁছে দিতে পারে কোনও হিল স্টেশনে।
রাখি – শুক্রবার, ২৮ আগস্ট— রাখি এমন একটি অনুষ্ঠান যা পুরো পরিবারকে একত্রিত করার উপলক্ষ হয়ে উঠতে পারে।যেখানে ভাই-বোনেরা মিলে দারুণ একটা উইকএন্ড পরিকল্পনা করতেই পারে।
জন্মাষ্টমী – শুক্রবার, ৪ সেপ্টেম্বর— এটি একটি আধ্যাত্মিক মুহূর্ত, যে সময় অনেকেই বিভিন্ন পুজোর পরিকল্পনা করে, যাতে অনেকটাই ক্লান্তি তৈরি হয়। তবে সেই ক্লান্তি কাটিয়ে উঠতে রয়েছে শনি ও রবিবার, বাড়িতেই বিশ্রাম নিয়ে সময় কাটানো যেতে পারে।।
গান্ধী জয়ন্তী – শুক্রবার, ২ অক্টোবর— বছরের অন্যতম ভ্রমণ-বান্ধব ছুটি, যা শরৎকালের শুরুর দিকে একটি বিরতির জন্য আদর্শ। এই সময় আবহাওয়াও ভালো থাকে। সঙ্গে পুজো পুজো একটা ভাইভটাও চলে আসে।
বড়দিন – শুক্রবার, ২৫ ডিসেম্বর— বছর শেষের উৎসবের শুরুর ডঙ্কা বাজিয়ে শুক্রবারই হাজির বড়দিন। যে সময় মানুষ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। আর তাতে দারুণভাবে সহায়ক হবে শুক্রবার।
এই শুক্রবারের ছুটিগুলোর অর্থ হলো কম ছুটির আবেদন এবং রোড ট্রিপ, ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করার বা বাড়িতে অলস সময় উপভোগ করার আরও বেশি সুযোগ। এখানেই শেষ নয় শুক্রবারের মতো সপ্তাহের আরও একটি দিন যা দারুণভাবে ছুটি উপভোগের জন্য সহায়ক হয়ে উঠতে পারে আর তা হল সোমবার। ২০২৬ সালে সোমবারও রয়েছে একাধিক ছুটি।
প্রজাতন্ত্র দিবস – সোমবার, ২৬ জানুয়ারি— বছরের শুরুর মাসেই এমনটা একটা দারুণ ছুটি উপহার পাচ্ছেন মানুষ। এটি খুবই লোভনীয় টানা চার দিনের ছুটির আয়োজন করে দিয়েছে। শুক্রবার পড়ছে ২৩ জানুয়ারি, যদিও সব জায়গায় এদিন ছুটি থাকে না, তবে যাদের থাকে তাদের জন্য দারুণ খবর। তার পর ২৪ ও ২৫ শনি ও রবি সঙ্গে ২৬ জানুয়ারি সোমবার।
গণেশ চতুর্থী – সোমবার, ১৪ সেপ্টেম্বর— এর পর অবশ্য সোজা সেপ্টেম্বর। মাঝে আর কোনও সোমবার ছুটি নেই। সেপ্টেম্বর এমন একটা মাস যখন কোনও নির্ধারিত ছুটি প্রায় থাকেই না। এই একমাত্র ছুটিটি শনি ও রবির সঙ্গে মিলে যাওয়ায় সোনায় সোহাগা। ক্লান্তি কাটানোর দারুণ সুযোগ।
দূর্গাপূজা (মহাষ্টমী) – সোমবার, ১৯ অক্টোবর— বাঙালির সব থেকে বড় উৎসব আর ছুটি, বেড়ানোর মতো পরিকল্পনার মূল সময় দূর্গাপুজো। সপ্তমী রবিবার হওয়ায় একটা ছুটি নষ্ট হচ্ছে ঠিকই তবে তার পরের তিনদিন একদম সপ্তাহের শুরুর তিনদিন।
শুক্রবার এবং সোমবারের ছুটির একটি ভালো মিশ্রণ থাকায় ২০২৬ সাল এমন একটি বছর হতে চলেছে যেখানে কর্ম-জীবনের ভারসাম্য সুন্দরভাবে বজায় থাকবে। তা সে পরিবারের সঙ্গে উৎসব উদযাপন হোক, দ্রুত শহরের বাইরে ভ্রমণ হোক বা কেবল অতিরিক্ত অবসর সময় উপভোগ করাই হোক, ছুটির তালিকাটি স্পষ্টভাবে আমাদের পক্ষেই রয়েছে।
সুতরাং, পরিকল্পনা শুরু করার এটাই সঠিক সময়। ২০২৬ সাল শুধু এসেই যায়নি, এটি দীর্ঘ সপ্তাহান্তের সুযোগ নিয়েই এসেছে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
