জাস্ট দুনিয়া ডেস্ক: গোয়ায় বিধান সভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি। তার আগে আর মাত্র ৪ দিন রয়েছে প্রচারের। সেই লক্ষ্যেই সোমবার সাংবাদিক সম্মেলন করলেন Mahua Moitra । গোয়া তৃণমূলের দায়িত্ব উঠেছে তাঁরই হাতে। সেখানেই রয়েছেন তিনি। বিভিন্ন প্রার্থীদের প্রচারে সাহায্য যেমন করছেন তেমনই তাঁর হাত ধরেই কার্যকরী ভূমিকা নিচ্ছে গোয়ার তৃণমূলের কর্মসূচি। অভিষের বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার গিয়েছেন সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ও একবার গিয়েছে। হাতে আর সময় মাত্র কয়েকটা দিন। এদিন মহুয়ার সঙ্গে ছিলেন গোয়া তৃণমূলের সহ-সভাপতি রাজেন্দ্র কাদকোদকার। অন্যদিকে গোয়ায় তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা গেল আন্তর্জাতিক ফুটবলার অ্যালভিটো ডি’কুনহাকে। শুনে নিন কী কী বললেন মহুয়া মৈত্র—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)