চিন সফর বাতিল করলেন মমতা, দায় চাপল বিদেশ মন্ত্রকের ঘাড়েই

প্রাথমিকে শিক্ষক নিয়োগমমতা বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: চিন সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরসূচি অনুযায়ী, শুক্রবার রাত সওয়া ১১টা নাগাদ বেজিং-এর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু, তার ঠিক ৮ ঘণ্টা আগে এ দিন দুপুর আড়াইটে নাগাদ নবান্নে দাঁড়িয়ে মমতার চিন সফর বাতিলের কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

ভারতীয় বিদেশ মন্ত্রক এবং চিনের আন্তর্জাতিক সম্পর্ক দফতরের যৌথ উদ্যোগে বেজিং সফরে যাওয়ার কথা ছিল মমতার। ৯ দিনের সেই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ প্রতিনিধি দলেরও যাওয়ার কথা ছিল। শুক্রবার দমদম বিমান বন্দর থেকে রাত সওয়া ১১টায় সিঙ্গাপুরের বিমান ধরার কথা ছিল মমতার। সেখান থেকে কানেক্টিং বিমানে বেজিং যাওয়ার সব ব্যবস্থাই পাকা ছিল। কিন্তু, একেবারে শেষ লগ্নে এসে মমতা সেই সফর বাতিল করে দেন।

এই সফর বাতিলের পিছনে মমতার যুক্তি রয়েছে। চিনে গিয়ে সেখানকার ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতাদের পাশাপাশি কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সিনিয়র কোনও নেতার সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। সেই মতো বিদেশ মন্ত্রককে জানানো হয়েছিল নবান্ন থেকে। বিদেশ মন্ত্রকও সে আর্জি চিনে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালাকে জানিয়ে দেয়। কিন্তু, গৌতম কোনও কিছুই নিশ্চিত করতে পারেননি। তিনি জানিয়ে দেন, চিনের তরফে সবুজ সঙ্কেত মেলেনি। শেষ মুহূর্ত পর্যন্ত মমতা অপেক্ষা করে শেষমেশ সফর বাতিল করতে বাধ্য হয়েছেন বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

লোকসভা নির্বাচন পাখির চোখ, দলীয় কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে কড়া বার্তা মমতার

এই ঘটনার দায় গিয়ে পড়েছে বিদেশ মন্ত্কের ঘাড়ে। মন্ত্রক যদি আরও দায়িত্বশীল পদক্ষেপ করত তা হলে মমতার সফর বাতিল করতে হত না বলেই মত নবান্নের। দুই সরকারের যৌথ উদ্যোগে চিনে গিয়ে যদি কোনও বৈঠকই না করতে পারেন, তা হলে অহেতুক সেখানে যাওয়ার কোনও মানেই হয় না বলে টুইট করেছেন মমতা। এর পাশাপাশি তিনি টুইটে লেখেন, দু’দেশের বন্ধুত্ব আরও সুনিবিঢ় হবে। এবং দু’দেশের স্বার্থেই তা আরও শক্তপোক্ত হবে।

এমনিতেই চিনের সঙ্গে বেশ কিছুই দিন ধরেই ভারতের সম্পর্ক একটু উষ্ণ। গত দেড় মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’বার চিন সফর করেছেন। সেই আবহে মমতার চিন যাওয়াও ছিল ভীষণই তাৎপর্যপূর্ণ। এ দিন সন্ধ্যায় কলকাতার চিন দূতাবাস থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সফর বাতিলের কথা যখন ঘোষণা করা হচ্ছে, তখনও বেজিঙে তাঁর সফরকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে।

তবে, এই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি।