নরেন্দ্র মোদী দাঁড়াচ্ছেন বারাণসী থেকে, জমা দিলেন মনোনয়নপত্র

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা

জাস্ট দুনিয়া ডেস্ক: নরেন্দ্র মোদী মনোনয়নপত্র জমা দিলেন বারাণসী থেকে। শুক্রবার মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে হোটেলে স্থানীয় বুথকর্মীদের সঙ্গে দেখাও করেন নরেন্দ্র মোদী । ওই বারাণসী থেকেই গত বারের নির্বাচনে জিতেছিলেন মোদী। একই সঙ্গে তিনি গুজরাতের বডোদরা থেকেও জিতেছিলেন। পরে যদিও সেই কেন্দ্র ছেড়ে দিতে হয় মোদীকে। কংগ্রেসের তরফে একটা জল্পনা তৈরি হয়েছিল, বারাণসী কেন্দ্র থেকে ভোটে লড়বেন প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। যদিও গত বুধবার কংগ্রেস জানিয়ে দেয়, প্রিয়ঙ্কা বারাণসী থেকে ভোটে লড়বেন না।

গত বৃহস্পতিবার বিকেলেই বারাণসী পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে মেগা রোড শো করেন তিনি। এসইউভি-তে মোদী ছিলেন। গাড়ির রুফটপ খুলে দিয়েছিলেন রক্ষীরা। সেখান থেকেই বুক পর্যন্ত দেখা যাচ্ছে মোদীকে। পিছনে রথের ঢঙে সাজানো ট্রাকে বিজেপির তাবড় নেতারা। লঙ্কা, পালোয়ান লস্যি, অস্‌সি মোড়, সোনারপুরা, গোধুলিয়া, বিশ্বনাথের মন্দির হয়ে মোদী পৌঁছন দশাশ্বমেধ ঘাটে।

প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট ধরে চলল রোড শো। দশাশ্বমেধে তখন অপেক্ষা করছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এমনিতে গঙ্গারতি প্রতি দিন শুরু হয় সন্ধে ৭টায়। কিন্তু মোদীর জন্য সে দিন দেরিতে শুরু হয়।

লোকসভা নির্বাচন: দ্বিতীয় পর্যায়ে ১১ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫টি আসনে ভোট

শুক্রবার মোদী যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখান থেকে নরেন্দ্র মোদীর বিষয়আশয় সম্পর্কে জানা গিয়েছে। তাঁর ব্যাঙ্কে জমা রয়েছে ১.২৭ কোটি টাকার ফিক্সড ডিপোজ়িট। মোদীর সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৪ হাজার ১৪৩ টাকা। হাতে নগদ রয়েছে ৩৭ হাজার ৭৫০ টাকা। বিনিয়োগ করেছেন ৭.৬১ লক্ষ টাকার এনএসসি এবং ২০ হাজার টাকার ট্যাক্স সেভিং ইনফ্রা বন্ড। নরেন্দ্র মোদীর বিমার প্রিমিয়াম বাবদ খরচ ১.৯০ লক্ষ টাকা।

সোনাদানা বলতে ১.১৩ লক্ষ টাকা মূল্যের ৪টি সোনার আংটি। স্থাবর সম্পত্তি হিসেবে গাঁধীনগরের সেক্টর-১-এ ৩ হাজার ৫৩১ বর্গফুট জমি, যার বাজার মূল্য ১.১ কোটি টাকা। অস্থাবর সম্পত্তি ১.৪১ কোটি টাকার। কিন্তু এই আয়ের উৎস কী? মোদী হলফনামায় জানিয়েছেন, তাঁর আয়ের উৎস সরকারের বেতন ও ব্যাঙ্কের সুদ। ন

রেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা কী? হলফনামা থেকে জানা গিয়েছে, গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এমএ পাশ করেছিলেন তিনি। তার আগে ১৯৬৭-তে এসএসসি এবং ১৯৭৮-এ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন নরেন্দ্র মোদী।

(দেশের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)