জাস্ট দুনিয়া ডেস্ক: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার বিকেল পাঁচটা নাগাদ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
আগামী ১১ এপ্রিল থেকে গোটা দেশে মোট সাত দফায় ভোট হবে। শেষ দফার ভোটগ্রহণ আগামী ১৯ মে। ভোটগননার দিন নির্ধারিত হযেছে আগামী ২৩ মে। পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন হবে। এ দিন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই দেশ জুড়ে চালু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি।
নির্বাচন কমিশন জানিয়োছে, ১৭তম লোকসভা নির্বাচনে সারা দেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটি। এর মধ্যে প্রায় দেড় কোটি নতুন ভোটার। মোট ১৭.৪ লাখ ভিভিপ্যাট ব্যবহার করা হবে এই নির্বাচনে। সমস্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এই থাকবে প্রার্থীদের ছবি। সারা দেশে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা প্রায় ১০ লাখ বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
যে সাত দফায় ভোট হবে, তার মধ্যে প্রথম দফার ভোট আগামী ১১ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল। তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল। চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল। পঞ্চম দফার ভোট ৬ মে। ষষ্ঠ দফার ভোট ১২ মে। শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণ হবে আগামী ১৯ মে।
অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা মেটানোর মধ্যস্থতায় ৩ সদস্যের প্যানেল
পশ্চিমবঙ্গের ৪২টি আসনেও ভোট হবে সাত দফায়। প্রথম দফায় ভোট দু’টি আসনে। দ্বিতীয় দফায় ভোট তিনটি আসনে। তৃতীয় দফায় ভোট পাঁচটি আসনে। চতুর্থ দফায় ভোট আটটি আসনে। পঞ্চম দফায় ভোট সাতটি আসনে। ষষ্ঠ দফায় ভোট আটটি আসনে। সপ্তম দফায় ভোট হবে ন’টি আসনে।
এ রাজ্যে প্রথম দফার ভোট ১১ এপ্রিল। দু’টি আসনে ভোটগ্রহণ হবে। ওই দু’টি কেন্দ্র হল কোচবিহার এবং আলিপুরদুয়ার।
দ্বিতীয় দফার ভোট হবে ১৮ এপ্রিল, তিনটি আসনে। জলপাইগুড়ি, রায়গঞ্জ এবং দার্জিলিং।
তৃতীয় দফার ভোট হবে ২৩ এপ্রিল, পাঁচটি আসনে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বালুরঘাট, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ।
চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল, আটটি আসনে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর এবং বর্ধমান-দুর্গাপুর এবং আসানসোল।
পঞ্চম দফার ভোট ৬ মে, সাতটি আসনে। বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, আরামবাগ এবং হুগলি।
ষষ্ঠ দফার ভোট হবে ১২ মে, ৮টি আসনে। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর।
সপ্তম তথা দফার ভোট হবে ১৯ মে, ৯টি আসনে। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং ডায়মন্ড হারবার।
(দেশের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)