নির্ভয়া-কাণ্ডে ফাঁসি ১ ফেব্রুয়ারি, জারি হল নতুন মৃত্যু পরোয়ানা

ফের ফাঁসি পিছিয়ে গেল নির্ভয়া-কাণ্ডেফের ফাঁসি পিছিয়ে গেল নির্ভয়া-কাণ্ডে

জাস্ট দুনিয়া ডেস্ক: নির্ভয়া-কাণ্ডে ফাঁসি ১ ফেব্রুয়ারি, এমন পরোয়ানাই জারি হল ফের। এর আগে ঠিক হয়েছিল, নির্ভয়া-কাণ্ডে দণ্ডিতদের ২২ জানুয়ারি ফাঁসি হবে। কিন্তু দিল্লি সরকার হাইকোর্টে জানিয়েছিল, আইনি কারণেই ওই দিন ফাঁসি দেওয়া সম্ভব নয়। তিহাড় জেল কর্তৃপক্ষ নতুন দিন-তারিখ জানতে চেয়েছিলেন। এর পর দিল্লির দায়রা আদালত শুক্রবার নয়া মৃত্যু পরোয়ানা জারি করল। সেই অনুযায়ী ফাঁসির দিনক্ষণ ধার্য করা হয়েছে ১ ফেব্রুয়ারি। ওই দিন সকাল ছ’টায় ফাঁসির দেওয়া হবে।

গত ৭ জানুয়ারি নির্ভয়া কাণ্ডে মৃত্যু পরোয়ানা জারি করেছিল দিল্লির দায়রা আদালত। ওই পরোয়ানায় বলা হয়েছিল, ২২ জানুয়ারি সকাল সাতটায় চার দণ্ডিতের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সেই মতো প্রস্তুতি চলছিল তিহাড় জেলে। শুক্রবার নতুন পরোয়ানা জারি করে ফাঁসির জন্য নতুন দিন ও সময় ঘোষণা করল সেই দায়রা আদালত।

আরও খবর পড়তে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জানিয়েছিল দুই দণ্ডিত বিনয় শর্মা ও মুকেশ সিংহ। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। এর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় মুকেশ। পাশাপাশি দিল্লির দায়রা আদালতের জারি করা মৃত্যু পরোয়ানা খারিজ করার আর্জি নিয়ে হাইকোর্টেও গিয়েছিল মুকেশ। মুকেশের আইনজীবীদের যুক্তি ছিল, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি মঞ্জুর করতেই পারেন। তাই মৃত্যু পরোয়ানা খারিজ করা হোক।

সেই মামলার শুনানিতেই দিল্লি সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, আইনের সমস্ত বিকল্প শেষ হওয়ার পরেও ফাঁসির প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১৪ দিন সময় দিতে হয়। জেল ম্যানুয়ালেও সেই কথাই বলা হয়েছে। ফলে ২২ জানুয়ারি ফাঁসি কার্যকর করা সম্ভব নয়। কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয়, মৃত্যু পরোয়ানা জারির মধ্যে কোনও গলদ নেই। তবে এই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে বা নিম্ন আদালতে যেতে পারে আবেদনকারী। আবার তিহাড় জেল কর্তৃপক্ষও সরকারের কাছে আর্জি জানায়, নতুন দিন-ক্ষণ ঘোষণা করার জন্য।

এ দিন সকালে মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার পরেই দিল্লি আদালত জারি করল নতুন মৃত্যু পরোয়ানা।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)