এক দেশ, এক ভোট নিয়ে মোদীর ডাকা সর্বদলীয় বৈঠকে মমতা-সহ অনেকেই গরহাজির

এক দেশ, এক ভোটসর্বদলীয় বৈঠকে মোদী।

জাস্ট দুনিয়া ডেস্ক: এক দেশ, এক ভোট নিয়ে আলোচনা করতে সব দলকে বুধবার বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ডাক পাওয়া ৪০টি রাজনৈতিক দলের মধ্যে কংগ্রেস-সহ ১৯টিই সেই বৈঠকে যোগ দিল না। তবে বাকি ২১টি দলের বেশির ভাগই এক দেশ এক ভোট প্রস্তাবকে নীতিগত ভাবে সমর্থন জানিয়েছে বলে দাবি করল মোদী সরকার।

লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট সেরে ফেলার পক্ষে কথা বলছেন নরেন্দ্র মোদী। এ বার দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পরেই তিনি তা নিয়ে আলোচনা করতে সব দলকে বৈঠকে ডেকেছিলেন। এ দিন সর্বদলীয় ওই বৈঠকে মোদী জানিয়েছেন, এক দেশ, এক ভোট নিয়ে মতামত জানাতে একটি কমিটি তৈরি হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই কমিটির কাছে মতামত জানাতে হবে।

এ দিনের বৈঠকে বিজেডি-র নবীন পট্টনায়েক, ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি, পিডিপি-র মেহবুবা মুফতি, এনসিপি-র শরদ পওয়ার, সিপিএমের সীতারাম ইয়েচুরি থাকলেও ছিলেন না কংগ্রেসের রাহুল গাঁধী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী, তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নায়ডু, আম আদমি পার্টির অরবিন্দ কেজরীবাল, ডিএমকে-র এম কে স্ট্যালিন। শিবসেনা আরজেডি, জেডি (এস)-ও বৈঠকে যায়নি।

আরও পড়তে…
নীতি আয়োগের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা

বৈঠকের পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানান, অধিকাংশ দলই এক দেশ, এক ভোট-কে সমর্থন করেছে।

ছিলেন: বিজেডি-র নবীন পট্টনায়েক, ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি, পিডিপি-র মেহবুবা মুফতি, এনসিপি-র শরদ পওয়ার, সিপিএমের সীতারাম ইয়েচুরি

ছিলেন না: কংগ্রেসের রাহুল গাঁধী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী, তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নায়ডু, আম আদমি পার্টির অরবিন্দ কেজরীবাল, ডিএমকে-র এম কে স্ট্যালিন।

ছিল না: শিবসেনা আরজেডি, জেডি (এস)-ও বৈঠকে যায়নি।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

কোন কোন অনুচ্ছেদ বদলানোর প্রয়োজন পড়তে পারে:
৮৩ সংসদের দুই কক্ষের মেয়াদের কথা বলা হয়েছে
৮৫ লোকসভা ভেঙে দেওয়ার নিয়ম নথিবদ্ধ রয়েছে
১৭২ রাজ্য বিধানসভাগুলির মেয়াদের কথা বলা রয়েছে
১৭৪ বিধানসভা ভেঙে দেওয়ার নিয়ম নথিবদ্ধ রয়েছে
৩৫৬ রাষ্ট্রপতি শাসন জারি করার বিধি নথিবদ্ধ রয়েছে

বদলাতে হতে পারে: ১৯৫১ সালে তৈরি হওয়া জনপ্রতিনিধিত্ব আইনও