রাজ্যের মর্যাদা ফের পাবে জম্মু ও কাশ্মীর, মোদী-প্রতিশ্রুতির দাবি উপত্যকার নেতাদের

রাজ্যের মর্যাদা ফের পাবে জম্মু ও কাশ্মীরবৈঠকের পর সকলে একসঙ্গে...

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যের মর্যাদা ফের পাবে জম্মু ও কাশ্মীর, বৃহস্পতিবার তাঁদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন প্রতিশ্রুতি দিয়েছেন বলেই দাবি করেছেন উপত্যকার নেতারা। এ দিন প্রধানমন্ত্রীর দিল্লির বাসভবনে ওই বৈঠক হয়েছে।

২০১৯-এর অগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। প্রত্যাহার করা হয়েছিল সংবিধানের ৩৭০ অনুচ্ছেদও। তার পর ওই রাজ্যকে দু’ভাগে ভাগ করে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এই পরিবর্তনের পর এ দিন প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি হলেন উপত্যকার রাজনীতিবিদরা। জানা গিয়েছে, ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’জনেই দ্রুত রাজ্যের মর্যাদা ফের পাবে জম্মু ও কাশ্মীর বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডেকেছিলেন মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষে ওই প্রতিনিধি দলের তরফে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘‘আমাদের পাঁচটি দাবি ছিল। অবিলম্বে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিধানসভা নির্বাচন করাতে হবে। কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। এবং আধিপত্য আইনে বদল আনতে হবে। বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’’

এ দিনের বৈঠকে জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি উপস্থিত ছিলেন। এ ছাড়া কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের নেতারাও হাজির ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সব দলের উচিত দেশের ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করা। দিল (মন) ও দিল্লি থেকে দূরত্ব মুছে ফেলতে হবে।

বৈঠক শেষে মোদী এবং শাহ দু’জনেই টুইট করেন। প্রধানমন্ত্রী লেখেন, ‘আমাদের গণতন্ত্রের সব থেকে বড় শক্তি হল আলোচনায় বসে মতামত আদান-প্রদান করতে পারা। আমি জম্মু ও কাশ্মীরের নেতাদের বলেছি যে, সেখানকার যুব সমাজকে সেখানে রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে তাঁদের আকাঙ্ক্ষাগুলি যথাযথভাবে পূরণ হয়।’

অমিত শাহ টুইটে লেখেন, ‘আমরা জম্মু ও কাশ্মীরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জম্মু ও কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। সংসদের আলোচনা মতো, পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারে ডিলিমিটেশন মহড়া এবং শান্তিপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ।’


(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)