জাস্ট দুনিয়া ডেস্ক: সোমবার থেকেই UP Election-এর প্রচার শুরু করে দিলেন কংগ্রেস জেনারেল সেক্রেটারি প্রিয়ঙ্কা গান্ধী। মনে করা হচ্ছে তিনিই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী প্রার্থী। তবে প্রাথমিকভাবে এমন ইঙ্গিত দিলেও পরে তা থেকে সরে দাঁড়ান তিনি। জানান, তিনি তেমনটা বলতে চাননি। এদিন দুপুরে নয়ডার সেক্টর-২৬-এ মা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। কংগ্রেসও উত্তর প্রদেশ নির্বাচনে নারীশক্তির উপর জোড় দিচ্ছে। যে কারণে প্রিয়ঙ্কার চারদিকে অনেকবেশি মহিলা দেখা গেল এই প্রচারে। তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেলফিও তুললেন। এর পর শুনলেন সবার অভাব, অভিযোগের কথা। শুনুন প্রিয়ঙ্কা প্রচারে নেমে কী বললেন—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)