জাস্ট দুনিয়া ডেস্ক: বাবার মৃত্যু দিনে ছেলের শ্রদ্ধাঞ্জলী। শনিবার ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিন(Rajiv Gandhi Death Anniversary)। দেখতে দেখতে কেটে গিয়েছে ৩১ বছর। ২১ মে ১৯৯১-এ এলটিটিই-দের আত্মঘাতী হামলায় প্রয়াত হন রাজীব গান্ধী। সেই স্মৃতি আজও তাজা। সম্প্রতি সেই হামলার অন্যতম দোষীদের মধ্যে একজন মুক্তি দিয়েছে আদালত। বাকি ৬ জন এখনও জেলেই কাটাচ্ছে। এদিন একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী। ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে ধরা রয়েছে রাজীব গান্ধীর কাজের কিছু নজির। পিছনে তখন ভাষ্যে রাহুল গান্ধী।
My father was a visionary leader whose policies helped shape modern India.
He was a compassionate & kind man, and a wonderful father to me and Priyanka, who taught us the value of forgiveness and empathy.
I dearly miss him and fondly remember the time we spent together. pic.twitter.com/jjiLl8BpMs
— Rahul Gandhi (@RahulGandhi) May 21, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)