জাস্ট দুনিয়া ডেস্ক: পুলওয়ামায় সিআরপি কনভয়ে জঙ্গি হামলা নিয়ে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই হামলাকে ‘অনেক বড় ভুল’ বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এর জন্য যে অনেক বড় মূল্য চোকাতে হবে ‘ওদের’ সে হুঁশিয়ারিও দিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ছিল। তার পর নয়াদিল্লি স্টেশনে নতুন ‘ট্রেন-১৮’যাত্রা শুরুর অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানিয়ে দেন, দেশের মানুষ পাল্টা জবাব দিতে চাইছে। তাই নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে আরও নানা হুমকি এবং হুঁশিয়ারি। পাকিস্তানের নাম না করে তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশ গোটা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। তার পরেও যদি তারা ভেবে থাকে, ষড়যন্ত্র করে আমাদের দেশে অস্থিরতা তৈরি করবে, তা হলে সে স্বপ্ন দেখা তাদের ছাড়তে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘পুলওয়ামায় সিআরপি কনভয়ে জঙ্গি হামলা নিয়ে দেশে আক্রোশ তৈরি হয়েছে। মানুষের রক্ত গরম হয়ে উঠেছে। নিরাপত্তা বাহিনীকে তাই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।’’
পুলওয়ামার জঙ্গি হানা নিয়ে হুঁশিয়ারি মোদীর, ‘জওয়ানদের এই বলিদান বৃথা যাবে না’
পাকিস্তান যদিও পুলওয়ামায় সিআরপি কনভয়ে জঙ্গি হামলা নিয়ে এ দিন আর কোনও মন্তব্য করেনি। বৃহস্পতিবারই তারা একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে তারা ওই ঘটনার দায় অস্বীকার করে।
তবে, পুলওয়ামায় সিআরপি কনভয়ে জঙ্গি হামলা নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, প্রাথমিক ভাবে সেখানে একাধিক ফাঁকফোকর দেখা দিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি সম্ভাব্য হামলার তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা। তা হলে কেন বাহিনী সতর্ক হয়নি? কনভয়ে ৭৮টি গাড়ি ছিল। এত বড় কনভয় হলে হামলার আশঙ্কা সে ক্ষেত্রে বেড়ে যায়। তা হলে কেন এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি?
এ দিন সন্ধ্যায় বিমানবাহিনীর সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানে নিহত সিআরপি জওয়ানদের দেহাবশেষ দিল্লি এসে পৌঁছয়। সেখানে রাজনীতি সরিয়ে হাজির হয়েছিলেন সকলেই। নরেন্দ্র মোদী, রাজনাথ সিংহ, নির্মলা সীতারমন, অরবিন্দ কেজরিওয়াল, রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, রাহুল গান্ধী— সকলেই। কোথাও কোনও রাজনীতি নেই। সকলেই যেন এক।
অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পররাষ্ট্র বিষয়ে আমি সচরাচর মন্তব্য করি না। এ সব ক্ষেত্রে দেশের অবস্থানই আমার অবস্থান।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, “বিশদে না গিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে নেওয়া ঠিক নয়। বিষয়টা খুবই স্পর্শকাতর। সেটা মাথায় রেখে আগে তদন্ত করা হোক। তার পর দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।”
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)