সানি লিওন ভোট দেবেন বালিয়া থেকে, তালিকায় তাঁর নাম দুর্গাবতী!

সানি লিওনসানি লিওন

জাস্ট দুনিয়া ডেস্ক: সানি লিওন নাকি ভোট দেবেন কোন কেন্দ্র থেকে জানেন? ভোটার তালিকায় তাঁর কী নাম উঠেছে সেটা জানেন কি?

উত্তরপ্রদেশের বালিয়া কেন্দ্রের খসড়া ভোটার তালিকা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় রয়েছে অভিনেত্রী সানি লিওন-এর ছবি। তবে, তাঁর ছবি পাশে নাম লেখা হয়েছে দুর্গাবতী।

একা সানি লিওন নন, ওই ভোটার লিস্টে রয়েছে আরও নানা ধরনের ত্রুটি-বিচ্যুতি। যেমন কোনও কোনও ভোটারের নামের পাশে রয়েছে পায়রা ছবি। কোথাও আবার হাতি বা হরিণের ছবিও।

খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখার সময় ওই ত্রুটি নজরে আসে। বালিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, ডেটা এন্ট্রি অপরেটরের ভুলেই এমন অনভিপ্রেত ঘটনা ঘটেছে।

দুর্গাবতী যেমন হয়ে গিয়েছেন সানি লিওন, তেমনই কানওয়ার অঙ্কুর সিংহের নামের পাশে রয়েছে একটি হরিণের ছবি। কানওয়ার সিংহ গৌরব দেখতে হয়ে গিয়েছেন সুন্দর একটি পায়রার মতো। কারণ তাঁর নামের পাশে রয়েছে একটি পায়রার ছবি। এখানেই শেষ নয়। মুলায়লম সিংহ যাদবের আমলে উত্তরপ্রদেশের মন্ত্রী ছিলেন নারদ রাই। মুলয়মের ছেলে অখিলেশ যাদবের সময়েও তাঁর মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। কিন্তু, খসড়া ভোটার তালিকায় সেই নারদের নামের পাশে একটি হাতির ছবি!

বম্বে টু গোয়া এ বার আরব সাগরে ভেসে, যাত্রা শুরু ১ অক্টোবর

জেলা প্রশাসনের কর্তারা ওই তালিকা তৈরির দায়িত্বে থাকা ডেটা এন্ট্রি অপারেটরের ঘাড়ে দোষ চাপিয়েছেন। ওই অপারেটরের নামে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। বালিয়ার অতিরিক্ত জেলাশাসক মুকুল কুমার সিঙ্ঘল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘বিষ্ণু বর্মা নামের এক ডেটা এন্ট্রি অপারেটরের ভুলেই এই সব হয়েছে। ওই ডেটা এন্ট্রি অপারেটর সাত জন ভোটারের নামের পাশে এমন কয়েকটি ছবি পেস্ট করে দিয়েছে। সম্প্রতি তাঁর বদলির ঘটনায় প্রশাসনের উপর বিরক্ত ছিলেন বিষ্ণু। সেই জায়গা থেকে এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে কি না, তা তদন্তকারীরা দেখছেন। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।’’ ওই অতিরিক্ত জেলাশাসক আরও জানিয়েছেন, খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখার সময়ে বিষয়টি নজরে আসে। গোটা ঘটনার কথা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। প্রয়োজনীয় সংশোধনও করা হয়ে গিয়েছে।

বালিয়ার পুলিশ সুপার শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ওই ডেটা এন্ট্রি অপারেটর বিষ্ণু শর্মার নামে বালিয়া কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তকারীরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।