গণপিটুনি রুখতে এক সপ্তাহের মধ্যেই শীর্ষ আদালতের নির্দেশ প্রয়োগ করতে হবে রাজ্যগুলোকে

রাফাল ও শবরীমালাসুপ্রিম কোর্ট

জাস্ট দুনিয়া ডেস্ক: গণপিটুনি রুখতে এক সপ্তাহের মধ্যেই শীর্ষ আদালতের নির্দেশ প্রয়োগ করতে হবে রাজ্যগুলোকে। শুক্রবার এমন নির্দেশই দিল সুপ্রিম কোর্ট।

গণপিটুনি, ঘৃণামিশ্রিত অপরাধ, গো-রক্ষার নামে হিংসা ও ভুয়ো খবর রুখতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে রাজ্যগুলিকে সাত দিনের সময়সীমা দিল সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা না দিলে প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে আদালতে হাজিরা দিতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই গাইডলাইন সরকারি ওয়েবসাইট ও অন্যান্য গণমাধ্যমেও প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

গত জুলাই মাসে সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে বিচারপতি এ এম খানউইলকর এবং ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্র ও রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছিল, গণপিটুনির ঘটনা রুখতে নির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তাদের সেই নির্দেশ প্রয়োগ করতে হবে রাজ্যগুলোকে।
গত মাসে রাজস্থানের অলওয়ারে গণপিটুনিতে মৃত্যু হয় রাকবার খান নামে এক যুবকের। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনাচক্রে শুক্রবারই রাজস্থান পুলিশ তাদের বিরুদ্ধে খুনের চার্জ গঠন করেছে। এ দিনই আবার বেঙ্গালুরুতে ছেলেধরা সন্দেহে এক মানসিক প্রতিবন্ধীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

বুধবারই এই বিষয়ে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কেন্দ্র সম্ভাব্য নতুন আইন নিয়ে বৈঠক করলেও অধিকাংশ রাজ্যই এখনও কোনও রিপোর্ট জমা দেয়নি। শুধু মাত্র ৯টি রাজ্য এখনও পর্যন্ত নিজেদের রিপোর্ট জমা দিয়েছে শীর্ষ আদালতের কাছে। যা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট কড়া বার্তা পাঠালো রাজ্যগুলিকে।

গত জুলাই মাসে সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে বিচারপতি এ এম খানউইলকর এবং ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্র ও রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছিল, গণপিটুনির ঘটনা রুখতে নির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তাদের সেই নির্দেশ প্রয়োগ করতে হবে রাজ্যগুলোকে।

গত মাসে রাজস্থানের অলওয়ারে গণপিটুনিতে মৃত্যু হয় রাকবার খান নামে এক যুবকের। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনাচক্রে শুক্রবারই রাজস্থান পুলিশ তাদের বিরুদ্ধে খুনের চার্জ গঠন করেছে। এ দিনই আবার বেঙ্গালুরুতে ছেলেধরা সন্দেহে এক মানসিক প্রতিবন্ধীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।