জাস্ট দুনিয়া ডেস্ক: আবার জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা। অনন্তনাগ জেলায় যখন টহল দিচ্ছিলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা তখনই তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ইতিমধ্যেই শহীদ হয়েছেন দু’জন জওয়ান।
সূত্রের খবর, দু’জন জঙ্গি হামলা চালিয়েছিল। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে সিআরপিএফ-এর পাল্টা গুলিতে। এখনও গুলির লড়াই চলছে। আরও তিনজন জওয়ান আহত হয়েছেন। একজন পুলিশ ইন্সপেক্টর ও একজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
পুলওয়ামা আক্রমণে ফেব্রুয়ারি মাসে জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। এ দিন পরে মৃত্যু হয় আরও এক জওয়ানের। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে ৫ জওয়ানের মৃত্যু হয়েছে। বাকি তিনজন আহত হয়েছিলেন।।