জাস্ট দুনিয়া ডেস্ক: Target Goa, তৃণমূল কংগ্রেসের সামনে এখন একটাই লক্ষ্য। যে কারণে এই নিয়ে দ্বিতীয়বার সেখানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের শেষ দিন। তিন দিনের সফর শেষ করছেন জোড়া মিটিং দিয়ে। পানাজি ও আসানোরায় জনসভা করে স্থানীয়দের বার্তা দেবেন তিনি। ত্রিপুরায় সংগঠন তৈরি করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। নির্বাচনও হয়ে গিয়েছে। কিন্তু সাফল্য আসেনি। এবার টার্গেট গোয়া। সংগঠনের কাজে সেখানে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর গোটা দেশে ছড়িয়ে পড়তে চাইছে তৃণমূল। শুনুন গোয়ায় মমতার সভা—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)