মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা মোদী থেকে রাহুলের, তালিকায় রাজ্যপাল

মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা

জাস্ট দুনিয়া ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে ভুললেন না বিরোধিরা। যখনই নিশ্চিত হয়ে গেল তৃণমূল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বাজিমাত করে ফেলেছে তার পর থেকেই শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে। সেই তালিকায় বিজেপির একগুচ্ছ নেতা-মন্ত্রীর সঙ্গে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁর ‘দিদি-ও-দিদি’ ডাকের ব্যঙ্গ বাংলার আকাশে বাতাসে এখনও শানো যাচ্ছে। তবে নিজেদের হারকে মেনে নিয়েছে বিজেপি। শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধীও।

দেখে নেওয়া যাক কেকে তৃণমূলের এই সাফল্যে শুভেচ্ছা জানালেন—

রাজ্যপাল লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা। আগামীকাল সন্ধে ৭টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজভবনে কথা হবে।’’

নরেন্দ্র মোদী লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের নির্বাচন জেতার জন্য মমতা দিদিকে শুভেচ্ছা। কেন্দ্রের তরফে বাংলা মানুষের জন্য সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে এই কোভিড পরিস্থিতিতে।’’

রাহুল গান্ধী লেখেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপিকে দারুণভাবে হারানোর জন্য আমি মমতা জি এবং বাংলার মানুষকে শুভেচ্ছা জানাই।’’

শশী থারুর লেখেন, ‘‘অসাধারণ এই জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা। বাংলার ভোটাররা বুঝিয়ে দিয়েছে তাঁদের হৃদয় কোথায় রয়েছে।’’

অমিত শাহ বাংলায় টুইট করেন, ‘‘আমি বাংলার মানুষের রায়কে সম্মান জানাই। বিজেপির প্রতি সমর্থনের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ। বিজেপি শক্তিশালী বিরোধী দল রূপে বাংলার মানুষের অধিকার এবং রাজ্যের উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে।’’

গোটা দেশের নেতা-মন্ত্রীদের তরফে শুভেচ্ছার বন্যায় ভাসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস। যারা তৃতীয় বারের জন্য বাংলায় সরকার গঠন করতে চলেছে।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)