জাস্ট দুনিয়া ডেস্ক: বিজেপির জয় জয়কার ত্রিপুরায়। Tripura Civic Poll-এর ভোটগণনা ছিল রবিবার। সেই ফলপ্রকাশের পর দেখা যায়, প্রায় সর্বত্র বিজেপিই জিতেছে। তবে তৃণমূলও ভাল ফল করেছে। গত ২৫ নভেম্বর ত্রিপুরার ২২২টি আসনে ভোট হয়। তার মধ্যে ধর্মনগরে ২৫টি আসনের মধ্যে সব ক’টিতেই জয়ী বিজেপি। পানিসাগরে ১২টি আসনে জিতেছে বিজেপি। একটি পেয়েছে সিপিএম। কুমারঘাটে সব ১৫ আসনেই জিতেছে বিজেপি। আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং ত্রিপুরামোথা একটি করে আসন জিতেছে। এ ছাড়া তেলিয়ামুড়া (১৫ আসন), সোনামূড়া (১৩ আসন), অমরপুর (১৩ আসন), বিলোনিয়া (১৩ আসন)-তে সব ক’টি আসনেই জয়ী গেরুয়া শিবির।
তৃণমূলের ভাল ফলের পর দলের পশ্চিমবঙ্গের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘ত্রিপুরায় মাত্র দু’মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা, তাণ্ডব। তার পরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জয়। এত মানুষের ভোট। ত্রিপুরা নির্বাচন কমিশন ও পুলিশ দলদাস। পূর্ণ তথ্যের অপেক্ষায় আছি। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ। ২০২৩ আমাদের।’’ পরে তিনি আরও একটি টুইট করেন। সেখানে লেখেন, ‘হামলা, মামলা, তাণ্ডব করে ছাপ্পা ভোটের পুরবোর্ড গড়ছে বিজেপি। আর মানুষের মন জয় করেছে তৃণমূল। ২০২৩-এ তৃণমূলের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল।’
বামেদের হাতছাড়া আগরতলা কর্পোরেশন। আগরতলা পুরসভার ২৫টি ওয়ার্ডে জয়ী বিজেপি। ১৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ১২টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে সিপিএম। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। আগরতলা পুরসভার ৫১টি আসনের মধ্যে ২৭টি আসনে জয়ী বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৬টি আসনে জয় দরকার ছিল। ফলে ২৭টি আসনে জিতে আগরতলা পুরসভা দখলে নিল বিজেপি। পুরভোটে জয়ের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শুভেন্দু। তিনি লেখেন, ‘পুরভোটে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য হার্দিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলকে পরাজিত করার জন্য ত্রিপুরার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।’
ত্রিপুরার ভোট প্রসঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বাংলায় তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য নো ভোট ফর বিজেপি অভিযান চালিয়েছিল। আজও কলকাতার বিভিন্ন ফ্লাইওভারে এই পোস্টার দেখা যায়। স্বাভাবিক ভাবেই সেই নো ভোট ফর বিজেপি প্রচার কাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য চালিয়েছিল সিপিএম, সেটা আগে তারা ঠিক করুক। তার পর না হয় ত্রিপুরা নিয়ে ভাববে।”
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)