জাস্ট দুনিয়া ডেস্ক: সুপ্রিম কোর্টে ইউ টার্ন শবরীমালা মন্দির বোর্ডের, সব বয়সী মহিলাদের প্রবেশের ক্ষেত্রে কোনও আপত্তি নেই বলে তারা জানাল আদালতে। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কেরলের শবরীমালা মন্দিরে কমবয়সী মহিলাদের ঢুকতে না দেওয়ার নীতি সংবিধান বিরোধী। সেই রায় পুনর্বিবেচনা করার জন্য অনেকে আবেদন করেন শীর্ষ আদালতে।
বুধবার সেই আবেদনের শুনানি ছিল। আশ্চর্যজনক ভাবে এদিন আগের অবস্থান থেকে সরে এসে আদালতে মন্দির বোর্ড জানাল, মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশের পক্ষে তারা! বোর্ডের তরফে বলা হয়, ‘‘ধর্মীয় প্রথাও মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। তবে কোনও ধর্মীয় আচারের সঙ্গে যদি সংবিধানের বিরোধ দেখা দেয়, তা হলে তার অবসান ঘটানোই ভাল। তাই আমরা আদালতের রায় মেনে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি।’’
এর আগে ওই ত্রিবাঙ্কুর দেবস্থানম বোর্ড বলেছিল, আয়াপ্পা স্বামীর মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। কারণ সে জন্য যে পরিকাঠামো ও নিরাপত্তার ব্যবস্থা প্রয়োজন, তা তাদের নেই। কিন্তু সেই বোর্ডই এ দিন জানায়, মন্দিরে প্রত্যেকের প্রবেশাধিকার রয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চে বলা হয়, তারাও চায় সব বয়সের মহিলারাই প্রবেশাধিকার পান শবরীমালা মন্দিরে।
এর পরেই শীর্ষ আদালতের বিচারপতি ইন্দু মলহোত্র প্রশ্ন করেন, বোর্ডের আগের অবস্থান হঠাৎ পাল্টে গেল কেন? বোর্ডের তরফে যিনি আইনজীবী ছিলেন, তিনি বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আদালতের রায়কে সম্মান করব।’’ এর আগে সেপ্টেম্বরে বিচারপতি ইন্দু মলহোত্র তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন, সতীদাহের মতো কুপ্রথা বাদে অন্যান্য ঐতিহ্য নিয়ে আদালতের হস্তক্ষেপ করা সম্ভব নয়।
এ দিন কেরল সরকার আদালতে জানায়, সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তা পুনর্বিবেচনা করার প্রয়োজন নেই। শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের ঢুকতে দেওয়া হয় না। কিন্তু সুপ্রিম কোর্ট বলে, যে কোনও প্রথাকে সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার মেনে চলতে হবে। কোনও প্রথা যদি মৌলিক অধিকারের বিরোধী হয়, তা চালু রাখা যাবে না।
সুপ্রিম কোর্টের সেপ্টেম্বরের রায় নিয়ে মোট ৬০ টি আবেদন জমা পড়েছিল। তার বেশির ভাগই কমবয়সী মহিলাদের প্রবেশাধিকারের বিরুদ্ধে। তাদের পক্ষ থেকে সওয়াল করা হয়, আয়াপ্পা দেবতা চিরকুমার। শবরীমালায় যে ভক্তরা যান, তাঁরা প্রচলিত প্রথার বিরুদ্ধে প্রশ্ন তোলেন না। বরং তা মেনে নেন।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ দেখতে ক্লিক করুন)