কর্নাটকে কে সরকার গড়বে? নাটক জমজমাট

কর্নাটকে কে সরকার গড়বে?কর্নাটকে কে সরকার গড়বে?

অনিন্দ্য সেন, বেঙ্গালুরু


কর্নাটকে কে সরকার গড়বে? সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় বিজেপি-র থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে কংগ্রেস। সত্তরের কাছাকাছি পৌঁছে থেমে গিয়েছে সিদ্দারামাইয়ার রথ। বিজেপি সেখানে একশো পেরিয়ে ম্যাজিক ফিগার প্রায় ছুঁই ছুঁই। কিন্তু, তার পরেও প্রশ্নটা ঘুরেফিরে বেড়াচ্ছে, কর্নাটকে কে সরকার গড়বে?

কারণ, ২২২ আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১২। মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত বিজেপি জয়ী ১০৬টি আসনে। কংগ্রেস পেয়েছে ৭৭টি আসন। অন্য দিকে দেবগৌড়ার জনতা দল (সেকুলার) পেয়েছে ৩৭টি এবং অন্যান্যরা মোট ২টি আসন পেয়েছে। কাজেই একক ভাবে বিজেপি সরকার গঠন করতে পারবে না। কংগ্রেস বা জেডি(এস)-এর পক্ষে একক ভাবে সরকার গঠনের কোনও সম্ভাবনা নেই। যে দল সরকার গঠন করবে, তাকে কোনও কোনও দলের সাহায্য নিতেই হবে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, বিজেপি একক ভাবেই সরকার গঠন করতে পারবে কর্নাটকে। কিন্তু, বেলাশেষে দেখা যায় বিজেপি ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি। এর পরেই নাটক জমে ওঠে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দেয়, নিঃশর্ত ভাবেই তারা জেডি(এস)-কে সমর্থন করবে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ জানান, রাজ্যে স্থিতিশীল সরকার গড়তে জেডি(এস)-কে সমর্থন করবে কংগ্রেস। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জেডি(এস) থেকেই হবেন। কংগ্রেস হবে উপমুখ্যমন্ত্রীর দাবিদার।

আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় খুবই ভাল ফল পশ্চিমবঙ্গের

এর পরেই জেডি(এস)-এর নেতা এইচ ডি দেবগৌড়ার এবং তাঁর ছেলে এইচ ডি কুমরস্বামী দেখা করেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে। সেখানে সনিয়াকে ওই দুই নেতা জানিয়ে দেন, কংগ্রেসের সমর্থন তাঁরা নিচ্ছেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছেন। কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দু’টি কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন। চামুণ্ডেশ্বরী কেন্দ্রে তিনি হেরেছেন। জিতেছেন বাদামি কেন্দ্র থেকে।

কিন্তু, বিজেপিও পিছিয়ে নেই। এ দিন বিকালে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি জানান, রাজ্যের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তার পরেও কংগ্রেস ক্ষমতা দখলে রাখার চেষ্টা করছে। তবে, বিজেপি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে কি না তা তা নিয়ে কোনও মন্তব্য করেননি ইয়েদুরাপ্পা। তবে, এ বারের নির্বাচনে ভোট প্রাপ্তির শতাংশের হিসাবে কংগ্রেস এগিয়ে। তারা পেয়েছে ৩৭.৯ শতাংশ ভোট। তার পরেই রয়েছে বিজেপি। তারা পেয়েছে ৩৬.২ শতাংশ ভোট। জেডিএস পেয়েছে ১৮.৫ শতাংশ ভোট। শতাংশের হিসাবে বেশি ভোট পেয়ে কংগ্রেসের দাবি, বেশি ভোট পেয়ে আমরাই সরকার গঠনের একমাত্র দাবিদার।

জেডি(এস) যদিও হাত গুটিয়ে বসে নেই। তারা জানিয়ে দিয়েছে, এ দিন বিকাল সাড়ে পাঁচটায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ ভাবে সরকার গঠন করার দাবি জানাবে। তবে, রাজ্যপাল কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি আসন পাওয়া দল বিজেপি নাকি জোট করা কংগ্রেস-জেডি(এস)কে সরকার গঠনের সুযোগ দেবেন তিনি?

গত ১২ মে কর্নাটক বিধানসভার ২২৪টি আসনের মধ্যে ২২২টি আসনে নির্বাচন হয়। বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, কোনও দলই সংখ্যা গরিষ্ঠতার ধারে-কাছে নেই। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, প্রশ্নটা আরও বড় হয়ে গিয়েছে। কর্নাটকে কে সরকার গড়বে?