তুরস্ক ভয়ঙ্কর ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়ার খবর সামনে আসার সঙ্গে সঙ্গেউ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত ‘অপারেশ ‘দোস্ত’এর মাধ্যমে পাঠাও হচ্ছে সাহায্য। যার মধ্যে থাকছে ফিল্ড হাসপাতাল, অসুধ, উদ্ধারকারী দল। যাঁরা তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও কাজ করবে। বুধবার এমনটাই জানিয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে ভারত তুরস্ককে ফান্ডও পাঠিয়েছে। যার পর ভারতকে ‘দোস্ত’ আখ্যাত দিয়েছে তুরস্ক। বন্ধুতে যেমন হিন্দিতে ‘দোস্ত’ বলা হয় তেমনই তার্কিশ ভাষাতেও বন্ধুকে ‘দোস্ত’ বলা হয়।
Under #OperationDost, India is sending search and rescue teams, a field hospital, materials, medicines and equipment to Türkiye and Syria.
This is an ongoing operation and we would be posting updates. pic.twitter.com/7YnF0XXzMx
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 8, 2023