অস্ট্রেলিয়ার লিমিটেড ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন। ফিঞ্চের হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক তাঁর সতীর্থ থেকে ভক্তকূল। রানে ক্ষরার কারণেই একদিনের ক্রিকেট থেকে বিদায় নিলেন তিনি। শনিবার তিনি তাঁর বার্তায় বলেন, এবার সময় এসেছে দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়ার। ৩৫ বছরের ফিঞ্চ রবিবার দেশের জার্সিতে শেষ এবং তাঁর ১৪৬তম একদিনের ম্যাচটি খেলবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৫০ ওভারের ম্যাচ তাঁর ঝুলিতে রয়েছে ৫৪০১ রান। রয়েছে ১৭টি সেঞ্চুরি। দেশের ক্রিকেট তাঁর আগে শুধু রয়েছেন রিকি পন্টিং (২৯), ডেভিড ওয়ার্নার (১৮) ও মার্ক ওয়া (১৮)। তবে টি২০ বিশ্বকাপে ঘরের মাঠে ফিঞ্চকেই অধিনায়কত্ব করতে দেখা যাবে।