বছরের শেষে ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ড তারকা রস টেলর। দেশের হয়ে প্রথম খেলতে নেমেছিলেন ২০০৬ সালে। তবে ডিসেম্বের ২০২১-এ ঘোষণা করলেও তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হচ্ছে এপ্রিল ২০২২-এ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল কেরিয়ার। আগামী এপ্রিলে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন। ঘরের মাঠ থেকেই খেলাকে বিদায় জানাবেন তিনি। বৃহস্পতিবার টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন রস টেলর। তিনি লেখেন, ‘‘আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি।’’ তিনি আরও লেখেন, ‘‘নতুন বছরের ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট আর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ান ডে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।’’