আইপিএল-এর ঠিক আগেই ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। শেষ হল তাঁর ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন ২০১১-তে। একদিনের ক্রিকেটকে বিদায় জানান ২০১৯-এ। আর মঙ্গলবার ইতি টানলেন টি২০ কেরিয়ারেও। ৩৮ বছরের এই তারকা ক্রিকেটার দিন টুইটে লেখেন, ‘‘আমার টি২০-র বুটজোড়া তুলে রাখলাম, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম! তাঁদের সবাইকে ধন্যবাদ যাঁরা আমাকে সমর্থন করেছেন এবং আগামী সময়ে পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়া অপেক্ষায় থাকলাম।’’ ২০০৪-এ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। ৩০ টেস্টে ১০১, ২২৬ ওডিআই-এ ১০৭ এবং ১২২ আইপিএল-এ ১৭০ উইকেটের মালিক তিনি।
Hanging up my #T20 shoes and #retiring from all forms of cricket! Thankful to all those who supported me in my journey, and looking forward to sharing my experience with young cricketers in the years to come.https://t.co/JgGWhETRwm #LasithMalinga #Ninety9
— Lasith Malinga (@ninety9sl) September 14, 2021