ভুল শুধরে নিল সিবিআই। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। তা নিয়ে সোমবার প্রচুর আলোচনা চলেছে। টুইট করে সেই ভুলের কথাও জানিয়েছিলেন অভিষেক। তার পর আবার মঙ্গলবার নতুন করে অভিষেকের উদ্দেশে চিঠি দিল সিবিআই। এবার ভুল শুধরে নেওয়ার বার্তা এল। সেখানে লেৱা ১৭ এপ্রিল তাঁকে যে হাজির নির্দেশ দেওয়া হয়েছিল আপাতত তা কার্যকরী হচ্ছে না। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে সেই নির্দেশ। সিবিআই-এর তরফে জানানো হয় তাঁরা সঠিক সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে অবগত হতে পারেনি সেকারণেই এই চিঠি যায় অভিষেকের কাছে।