আবহাওয়া যে খারাপ হবে তার পূর্বাভাস ছিলই। সেকারণে সাময়িক বন্ধ রাখা হয়েছিল যাত্রা। শুক্রবার অল্প কিছু পুণ্যার্থীকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তার মধ্যেই ঘটে গেল এই বিপত্তি। মেঘ ভাঙা বৃষ্টিতে সাময়িক রীতিমতো ধ্বংসস্তুপের চেহারা নিল গোটা এলাকা। প্রাথমিকভাবে ৮ জনকে মৃত বলে ঘোষণা করা হলেও রাত কাটতেই আরও ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬। তা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ৪০ জন এখনও নিখোঁজ। উদ্ধারকার্যে শুক্রবার ঘটনার পর থেকেই নেমে আইটিবিপি। কালীমাতা ও অমরনাথ গুহার মাঝখানে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। সেখানে সেই সময় অনেক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।