কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৪ মে রাতে কলকাতায় আসছেন। তিন দিনের এই সফরে একই সঙ্গে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তাঁর। ৫ মে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এবং কোচবিহারের তিনবিঘায় সীমান্ত সুরক্ষা বাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন অমিত। ওই দিন শিলিগুড়িতে হবে বিজেপির সমাবেশ। রাতে শহরে একটি সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি।