এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডসে চলছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম দিন থেকেই তাঁকে দেখা যাচ্ছে গ্যালারিতে। এই লর্ডসের সঙ্গে সৌরভের আবেগের সম্পর্ক। অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে গোটা বিশ্বকে বার্তা দিয়েছিলেন এই গ্রাউন্ড থেকেই। তাই জমিয়ে উপভোগ করছেন খেলা। তার মধ্যেই কলকাতা থেকে দাদার অসুস্থ হওয়ার পৌঁছেছে তাঁর কাছে। সঙ্গে সঙ্গেই সেখান থেকে ফোন করে খোঁজ নিয়েছেন দাদার। আগে হৃদরোগে একবার আক্রান্ত হয়েছিলেন। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন সিএবি সচিব ও তাঁর পরিবার। তবে হাসাপাতল সূত্রে খবর আপাতত সুস্থ রয়েছেন তিনি। ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।