রাজ্যে এই নিয়ে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তার মধে মঙ্গলবারই মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মধ্যে একজন অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েই ভর্তি ছিলেন সেখানে। আর একজনের হৃদরোগের চিকিৎসা চলছিল। সেও কোনওভাবে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যুতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এই রোগের মূল উপসর্গ জ্বর আর শ্বসকষ্ট। যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেই দু’বছরের মধ্যে।