আইএসএল ২০২১-২২ চলছে জোড় কদমে। তবে কবে সেমিফাইনাল, ফাইনাল তা নিশ্চিত ছিল না। কারণ মাঝে বেশ কিছু দলের মধ্যে কোভিড ছড়িয়ে পড়ায় খেলা স্থগিত রাখা হয়। যে কারণে সেমিফাইনাল, ফাইনালের দল নিয়ে নিশ্চয়তা ছিল না। তবে বৃহস্পতিবার সেই দিন-ক্ষণও নিশ্চিত হয়ে গেল। আইএসএল-এর লিগ পর্বে খেলা শেষ হচ্ছে ৭ মার্চ। ১১ ও ১২ মার্চ হবে শেষ চারের ম্যাচ। ফিরতি লেগের ম্যাচ হবে ১৫ ও ১৬ মার্চ। ফাইনাল ২০ মার্চ। এই মরসুমে শেষ চারের দুটো লেগ মিলিয়ে সব থেকে বেশি গোল করা দুটো দলই ফাইনাল খেলার ছাড়পত্র পাবে।