দ্বিতীয় ম্যাচে জিতল লখনউ সুপার জায়ান্টস। অপর দিকে, টানা দ্বিতীয় হার সানরাইজার্স হায়দরাবাদের। আবেশ খানের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে সোমবার কেএল রাহুলের লখনউ ১২ রানে হারিয়ে দিল কেন উইলিয়ামসনের হায়দরাবাদকে। লখনউয়ের তোলা ১৬৯/৭-এর জবাবে ১৫৭/৯-এ আটকে গেল হায়দরাবাদ।