বুধবারই আইপিএল-এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছিল উদ্বোধনে থাকবেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। কিন্তু এদিনের টুইট সেই সব উত্তেজনাকে ছাঁপিয়ে গেল। আইপিএল ২০২৩-এর মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং। ২৯ মার্চ সন্ধেবেলায় করা এই টুইটে লেখা হয়েছে, ‘‘রক অ্যান্ড রোল করার জন্য প্রস্তুত হন! সবচেয়ে বড় ক্রিকেট উৎসব উদযাপন করতে অরিজিৎসিং
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম – নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠান করবেন!’’ যা ক্রিকেট তথা অরিজিৎ ভক্তদের জন্য বিরাট খবর। ৩১ মার্চ সন্ধে ছ’টা থেকে শুরু হয়ে যাবে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান। দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনারও থাকার কথা রয়েছে এই মঞ্চে।
Get ready to rock & roll! 🎶
To celebrate the biggest cricket festival, @arijitsingh will be performing LIVE during the #TATAIPL Opening Ceremony at the biggest cricket stadium in the world – Narendra Modi Stadium! 🏟️
🗓️ 31st March, 2023 – 6 PM on @StarSportsIndia & @JioCinema pic.twitter.com/K5nOHA2NJh
— IndianPremierLeague (@IPL) March 29, 2023