কোভিডের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বোর্ডে পরীক্ষার্থীরা। তবে সেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই শুক্রবার এই বছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই আগামী বছরের উচ্চমাধ্যমিকের জন্য আগাম সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বোর্ড। জানানো হয়েছে, আগামী বছর পুরো সিলেবাসের উপরেই হবে পরীক্ষা। যেভাবে সব সময় হয়ে এসেছে ঠিক সেভাবেই। পুরো সিলেবাসে, অন্য স্কুলে যেভাবে সিট ফেলা হত সেভাবেই হবে। আগামী বছরের উচ্চমাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ থেকে। এই বছর নিজের স্কুলেই বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সিলেবাসও ছোট করা হয়েছিল।