ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে খেলা দেখতে পারেন ৬০ হাজার দর্শক। কিন্তু কোভিডের কারণে দর্শকের সংখ্যা ৮০ শতাংশ করে দেওয়া হয়েছিল। মানে ৪৮ হাজার। কিন্তু সেই নিয়ম না মেনে মাঠে ঢোকার চেষ্টা করে ৫০ হাজারের উপর সমর্থক। আর তাতেই প্রবল ভিড় হয়ে যায় স্টেডিয়ামে ঢোকার জন্য। শুরু হয় হুড়োহুড়ি। সোমবার কোমোরোসের বিরুদ্ধে খেলা ছিল ক্যামেরুনের। মাঠের দক্ষিণ দিকের গেট দিয়ে ঢোকার সময় ঘটে এই দুর্ঘটনা। সরকারের তরফে জানানো হয়েছে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আহত ৩৮। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।