বিহারের ঔরঙ্গাবাদ জেলায় বিয়ের মাত্র ৪৫ দিনেই ২৫ বছর বয়সী এক যুবককে তাঁর স্ত্রী খুন করেছে বলে অভিযোগ। মেঘালয়ের মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয় এই হৃদয়বিদারক ঘটনা, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। পুলিশের মতে, নববিবাহিতা গুঞ্জা দেবী তাঁর নিজের কাকা জীবন সিং (৫৫)-এর সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন, যার সঙ্গে তার সম্পর্ক ছিল। তারাই পরিকল্পনা করে ভাড়াটে খুনি দিয়েতার স্বামী প্রিয়াংশুকে হত্যা করেছে বলে দাবি স্থানীয় পুলিশের। গুঞ্জা দেবী, যার বয়স ২০ বছর, তাকে এবং দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে, জীবন সিংয়ের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে যে মহিলা এবং তার কাকা সম্পর্কে ছিল এবং একে অপরকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তাদের পরিবার এতে রাজি ছিল না। দেবীর পরিবার দুই মাস আগে জোর করে তাকে নবীনগর থানার অন্তর্গত বারওয়ান গ্রামের বাসিন্দা প্রিয়াংশুর সঙ্গে বিয়ে দেয়। “২৫ জুন, প্রিয়াংশু তার বোনের সঙ্গে দেখা করে ট্রেনে বাড়ি ফিরছিলেন এবং নবীনগর স্টেশনে পৌঁছানোর পর তিনি দেবীকে বলেন তাঁকে নিয়ে যাওয়ার জন্য বাইক দিয়ে কাউকে পাঠাতে ,” পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) অমরীশ রাহুল বলেন। “সেই সময় স্টেশন থেকে তার বাড়িতে যাওয়ার পথে, দুইজন ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে,” তিনি আরও বলেন।