আবার বাড়ল রান্নার গ্যাসের দাম

৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার মধ্যরাতে ১৪.২ কেজির রান্নার গ্যাসের জাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়। যার ফলে আমজনতার মাথায় হাত। একটা সিলিন্ডারের পিছনেই যদি হাজার টাকার উপর চলে যায় তাহলে আর কী বাকি থাকল। কিন্তু নিরুপায় সাধারণ মানুষ। কলকাতায় রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের মূল্য দিতে হবে ১,১২৯ টাকা। বাড়ানো হয়েছে বানিজ্যিক গ্যাসের মূল্যও। যা বাড়ল ৩৫০ টাকা। ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়াল ২২২১.৫০ টৈকৈ। যার ফলে শুধু গৃহস্থ নয় মাথায় হাত ব্যবসায়ীদেরও। গত ৬ জুলাই বেড়েছিল গ্যাসের দাম।