তিনি যে দারুণ ছন্দে রয়েছেন তা আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। কাউন্টিতে পর পর সেঞ্চুরি হাঁকাচ্ছেন। তিনি ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা। এখন ভরসা দিচ্ছে তাঁর কাউন্টি দল সাসেক্সকে। এই নিয়ে এই মরসুমে সাসেক্সের হয়ে তিনটি সেঞ্চুরি করে ফেললেন তিনি। রয়েছে জোড়া হাফসেঞ্চুরিও। যার ফলে রেকর্ডের নিরিখে টপকে গেলেন বিরাট কোহলি, বাবর আজমদের। লিস্ট এ ক্রিকেটে পূজারার গড় তাঁদের থেকে বেশি। এখন তিনি রয়েছেন তিনে। মঙ্গলবার মিডলসেক্সের বিরুদ্ধে ৯০ বলে ১৩২ রান করেন তিনি। এদিন রীতিমতো ব্যাটে ঝড় তুলে সেঞ্চুরি করেন তিনি। তাঁর শতরান আসে ৭৫ বলে। পুরো ইনিংসে ছিল ২০টি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি। আট ম্যাচে তাঁর রান ৬১৪। গড় ১০২.৩৩। স্ট্রাইকরেট ১১৫.২৮।