আমেরিকার স্কুলে গুলি চলার ঘটনা কোনও নতুন বিষয় নয়। কিন্তু তবুও এর কোনও সুরাহা নেই। আমেরিকার টেনেসি শহরের ন্যাশভিলের ঘটনা। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ স্কুল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই স্কুলেরই এক প্রাক্তনছাত্রী হঠাৎই বন্দুক নিয়ে ঢুকে পড়েন স্কুলে এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। দু’হাতে দুটো বন্দুক ছিল তার। যার ফলে ৬ জনের মৃ্ত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এই স্কুলের পড়ুয়াদের সকলেরই বয়স ১২ বছরের মধ্যে। ২৮ বছরের প্রাক্তন ছাত্রী অড্রে হ্যালের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। কিন্তু কেন তিনি এমন ঘটনা ঘটালেন তা নিশ্চিত করে জানা যায়নি।