একে তো অ্যাডিনোভাইরাস তাতে দোসর নিউমোনিয়া। দুইয়ের দাপটে শহরে পর পর শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত যা ছিল পাঁচ সেখানে শুধু মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে একদিনে চার শিশুর মৃত্যু ঘটেছে। যা খবর তাতে চার জনের মধ্যে দু’জন ভর্তি ছিল বিসি রায় হাসপাতালে। বাকি দু’জন ভর্তি ছিল কলকাতা মেডিক্যাল কলেজে। মৃতদের মধ্যে এক জনের বয়স চার বছর। তিনি গোবরডাঙার বাসিন্দা। জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে প্রথমে হাবরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় বিসি রায়-এ। বারাসত হাসপাতালে সদ্যজাত একজনের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়া পাঠানো হয় বিসি রায় হাসপাতালে। এছাড়া কলকাতা মেডিক্যালে হামিদপুরের বাসিন্দা সাত মাসের শিশু ও বাগনানের ২২ দিনের শিশুরও মৃত্যু হয়েছে এদিন।