টি২০ টিম র্যাঙ্কিংয়ে সাত পয়েন্টের ব্যবধানে ইংল্যান্ডকে পিছনে ফেলল ভারত। রবিবারই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজ জিতে নিয়েছে ভারত। আর রাত পোহাতেই তার ফল পেল হাতে নাতে। যদিও হেরে সিরিজ শুরু করেছিল ভারত। কিন্তু পর পর দুই ম্যাচ জয় ভারতকে সিরিজ জিততে সাহায্য করল। অন্যদিকে ইংল্যান্ড রবিবারই করাচিতে পাকিস্তানের কাছে ৩ রানে হারের মুখ দেখেছে। যার ফলে ভারতের পক্ষে ব্যবধান বাড়িয়ে নেওয়া সহজ হয়েছে। ভারতের রেটিং ২৬৮ এবং ইংল্যান্ডের ২৬১।
২৫৮ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারত। শীর্ষ স্থান ও রেটিংয়ের ব্যবধান ধরে রাখার জন্য এই সিরিজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতের জন্য। চারে রয়েছে পাকিস্তান। পাঁচে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া জায়গা পেয়েছে ছয় নম্বরে।