ইতিহাস তৈরি করলেন দীপ্তি শর্মা

ভারতীয় অল-রাউন্ডার দীপ্তি শর্মার মুকূটে যুক্ত হল নতুন পালক। মহিলাদের টি২০ বিশ্বকাপে গ্রুপ বি-র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিলেন তিনি। এই ম্যাচে তাঁর শিকার স্টেফানি টেলর, শেমালিন ক্যাম্পবেল ওঅ্যাফি ফ্লেচার। এই তিন উইকেটের সঙ্গে টি২০ ক্রিকেটে প্রথম ভারতীয় বোলার হিসেবে ১০০ উইকেট তুলে নিলেন তিনি। এই লক্ষ্যে তিনি পৌঁছলেন ৮৯ ম্যাচে। যেখানে তাঁর ইকনমি রেট ৬.১। দীপ্তির পিছনে রয়েছেন পুনম যাদব (৯৮), রাধা যাদব (৬৭), রাজেশ্বরী গায়কোয়াড় (৫৮), ঝুলন গোস্বামী (৫৬) ও একতা বিস্ত (৫৩)। যে রেকর্ড ভারতীয় পুরুষ ক্রিকেটারদেরও নেই। এই তালিকায় ৯১ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চাহাল।