যান্ত্রিক গোলোযোগের জন্য ১৩৭ জন যাত্রী নিয়ে জরুরী অবতরণের সিদ্ধান্ত নিল ইন্ডিগোর একটি বিমান। বেঙ্গালুরু থেকে বারানসী যাচ্ছিল বিমানটি। বেঙ্গালুরু থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক সমস্যার কথা টের পান বিমান চালক। সঙ্গে সঙ্গেই কাছের বিমানবন্দরের অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। যার জন্য যোগাযোগ করা হয় হায়দরাবাদ বিমান বন্দরে। বিমান চালকের তৎপড়তায় বড় কোনও দুর্ঘটনার মুখে পড়তে হয়নি বিমানটিকে। সকল যাত্রীই সুস্থ রয়েছেন। পড়ে বিকল্প ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে কী ধরনের সমস্যা দেখা দিয়েছিল তা নিয়ে স্পষ্ট কিছুই জানানো হয়নি।