বড় সাফল্য পেল ইসরো। সিঙ্গাপুরের দুটো কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করা হল শনিবার। দু’টি উপগ্রহের নাম TeLEOS-2 এবং LUMELITE-4। শনিবার দুপুর ২.১৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে এই দু’টি উপগ্রহের উৎক্ষেপণ করা হয়। এবং দুটো উপগ্রহই কোনও সমস্যা ছাড়া তাদের কক্ষপথে জায়গা করে নেয়। জানা গিয়েছে সিঙ্গাপুর সরকারের সঙ্গে এই দু’টি উপগ্রহ উৎক্ষেপণের চুক্তি হয়েছিল ভারতের। এদের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ও আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে। বিমান দুর্ঘটনার মতো ঘটনা ঘটলেও অনুসন্ধানে সাহায্য করবে এই উপগ্রহ।