উত্তরাখণ্ডে খাঁদে বাস

২২ জনকে নিয়ে খাঁদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। বাসটিতে ছিলেন চালকসহ প্রায় ২২ জন যাত্রী। রবিবার মুসৌরি-দেহরাদুনের রাস্তায় ঘটে এই দুর্ঘটনা। অন‌েকের গুরুতর আহত হরওয়ার সম্ভাবনা রয়েছে। চলছে উদ্ধারকাজ।  ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের সাহায্যে সব আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।